বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পর এবার রাজ্য সরকারি কর্মীদের খুলল কপাল।
কর্ণাটকের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, আগামী ২০২৪-২৫ অর্থবর্ষে কর্মচারীদের বেতন খাতে ১৫,৪৩১ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। যা চলতি অর্থবর্ষের থেকে ২৪ শতাংশ বেশি।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়ে দিয়েছেন, আগামী ১৫ মার্চের মধ্যে রাজ্যের কাছে সপ্তম বেতন কমিশন নিয়ে রিপোর্ট জমা করতে হবে। একবার রিপোর্ট জমা হলে তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য।