চলতি বছর প্রায় শেষের পথে, বছর শেষের পূর্ব বড় সুখবর রাজ্য সরকারের তরফে। সবকিছু ঠিক থাকলে পশ্চিমবঙ্গের বহু মানুষ ডিসেম্বর মাসে পেতে চলেছেন পাঁচ হাজার টাকা। এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বলে জানানো হয়েছে।
মূলত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই টাকা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে সরকার জমি অনুযায়ী কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। এই নতুন প্রকল্পের ফলে অবশ্য কৃষকরা খুব উপকৃত হবে। রবি শস্যের জন্য ৪০০০/- টাকা এবং খরিফ ফসলের জন্য প্রতি বছর ১০,০০০/- টাকা করে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে পশ্চিমবঙ্গ সরকার।
খারিফ শস্যের জন্য ইতিমধ্যেই বছরের মাঝামাঝি সময়ে যোগ্য কৃষকরা সরকারের তরফ থেকে টাকা পেয়েছেন। জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যাদের আবেদন মঞ্জুর হয়েছে তাদের টাকা ডিসেম্বর মাসে দিয়ে দেওয়া হবে।