বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মঞ্জুর করল সরকার।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দফতর তরফে জানানো হয়েছে, ২০১৪ সালের ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিক্যাল ট্রিটমেন্ট স্কিম’-র আওতায় রাজ্যে ভোটের দায়িত্বে থাকা সমস্ত কর্মচারীরা চিকিৎসার সুবিধা পাবেন।
২০১৪ সালের ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিক্যাল ট্রিটমেন্ট স্কিম’-র আওতায় না থাকা ভোটের কাজে যুক্ত যে কোনো ভোটকর্মী এই সুবিধা পাবেন। এই স্কিম এর আওতায় না থাকা প্রত্যেক ‘স্টেট আর্মড পুলিশ’, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ডরা এই সুবিধা পাবেন।