বড় সুখবর বিহারের সরকারের তরফে। সরকারি শিক্ষকদের জন্য বিরাট পদক্ষেপ নিল সরকার। এবার থেকে তাদের বাড়ি দেওয়ার ব্যবস্থা করা হবে। সরকারির শিক্ষকেরা যেই স্কুলে কর্মরত সেই স্কুলের পাশেই তাদের থাকার জায়গার ব্যবস্থা করে দেবে সরকার।
রাজ্যের মোট পাঁচ লাখ শিক্ষক এই সুবিধা পেতে চলেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারর তরফে এই ঘোষণা করা হয়েছে। শিক্ষকদের নিত্যদিন যাতায়াতের সমস্যা থেকে রেহাই দিতে এবার থেকে সরকারির শিক্ষকদের স্কুলের পাশেই থাকার জায়গা দেবে সরকার।
ওদিকে বাড়ির ব্যবস্থা করে দিলেও সরকারি শিক্ষকদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেনি বিহার সরকার। পূর্বে এপ্রিল মাসে চার শতাংশ ডিএ বৃদ্ধি করে সেই রাজ্যের সরকার। আগে ৩৮ শতাংশ থেকে বাড়িয়ে এপ্রিলে করা হয় ৪২ শতাংশ। অর্থাৎ সেই সময় কেন্দ্রীয় কর্মীদের সাথে সমহারেই ডিএ পাচ্ছিলেন শিক্ষিকেরা।