রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। রাজধানী, দুরন্ত এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেসের পর ভারতে এসেছে অমৃত ভারত এক্সপ্রেস। এই অবস্থায় বাংলার ট্রেন যাত্রীদের জন্য রেলমন্ত্রী দিলেন বড় সুখবর।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, যথেষ্ট সাফল্য পেয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। এই প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা ভারতে ৫০ টি অমৃত ভারত এক্সপ্রেস চালানো হবে। বাংলার কপালেও একটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস জুটতে চলেছে। ইতিমধ্যেই মালদা-বেঙ্গালুরু রুটে চলছে অমৃত ভারত এক্সপ্রেস।
তবে অদূর ভবিষ্যতে বালুরঘাট থেকে দক্ষিণ ভারতগামী ট্রেন চলবে। সেই ট্রেন চললে ভীষণ ভাবেই উপকার পাবেন আমজনতা। বালুরঘাট থেকে নতুন ট্রেন দক্ষিণ ভারতে চালানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে খুব শীঘ্রই।