বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। রবি থেকে বেলেঘাটা পর্যন্ত সম্পন্ন হল মেট্রোর প্রথম ট্রায়াল রান। পরীক্ষামূলকভাবে নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (অরেঞ্জ লাইন) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৫ কিলোমিটার অংশে ছোটানো হল মেট্রো।

চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ এই অংশ পরিদর্শন করছেন। ছাড়পত্র দিলেই এবার লাইনে ছুটবে মেট্রো। দাবি, এই লাইনে পরিষেবা শুরু হয়ে যেতে পারে জুলাই মাসের মধ্যে। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে মেট্রো পরিষেবা শুরু হলে নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের ৩২ কিলোমিটারের মধ্যে ৯.৯ কিমি অংশে পরিষেবা শুরু হবে।

দীর্ঘ প্রতীক্ষার পর ১৫ই মার্চ থেকে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হয়েছে। এখন কাজ চলছে বেলেঘাটা (মেট্রোপলিটন) পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার।