ভোটকর্মীদের জন্য বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার ভোটের দায়িত্বে নিযুক্ত সরকারি কর্মীদের জন্য বড় উপহার দিচ্ছে পূর্ব রেল। ভোটকর্মীরা যাতে নয়টি আসনের বুথে নির্বিঘ্নে পৌঁছতে পারেন তার জন্যই এবার বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।

জানানো হয়েছে, আগামী ১, ২ তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দুই দিন শনিবার ও রবিবার ডায়মন্ড হারবার, ক্যানিং, নামখানা থেকে শিয়ালদহ পর্যন্ত বিশেষ ইএমইউ ট্রেন চালানো হবে। এই দু’দিন মোট তিনটি স্পেশাল ট্রেন চালানো হবে।

সময়সূচি অনুযায়ী নামখানা-শিয়ালদহ স্পেশাল ট্রেনটি ১ জুন রাত ১১টা ৪৫ মিনিটে নামখানা স্টেশন থেকে ছেড়ে গিয়ে শিয়ালদা পৌঁছবে ২ জুন রাত ২টো ২০ মিনিটে। আর ২ জুন রাত ১টায় ডায়মন্ড হারবার থেকে যে ডায়মন্ড হারবার শিয়ালদা স্পেশাল ট্রেনটি ছাড়বে সেটি শিয়ালদায় এসে পৌঁছবে সেদিন রাত ২টো ২৭ মিনিটে।