কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মী ও ও পেনশনভোগীদর ডিএ বাড়িয়েছে কেন্দ্র সরকার।

এর আগে ৪৫ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে আরও চার শতাংশ বৃদ্ধি পেয়ে তা ৫০ শতাংশে পৌঁছেছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, চলতি বছরই কেন্দ্রীয় সরকারি কর্মীরা বিরাট সুখবর পেতে চলেছেন। সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে।

এবার একটি নতুন বেতন কমিশন গঠন সহ বেতন সংশোধনও করা হবে। ২০২৪-ই অষ্টম বেতন কমিশন গঠন করা উচিত। যার ফলে দেড় বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা যাবে। তবে এবারে পরবর্তী বেতন কমিশনের দিকে কেন্দ্র পদক্ষেপ করতে পারে এমনটাই মনে করা হচ্ছে। যদি অষ্টম পে কমিশন গঠন করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ব্যাপক হারে বৃদ্ধি পাবে।