শেষ হয়েছে চলতি বছরের পূজা পর্ব, পাশাপাশি বছরও প্রায় প্রায় শেষের পথে। বছর ঘুরলেই শুরু পরীক্ষা পর্ব। হাতে বাকি মাত্র আর কিছুদিন। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। এরই মধ্যে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে সামনে এল গুরুত্বপূর্ণ আপডেট। এবার পিছিয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষা।
প্রসঙ্গত, সামনেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। মূলত নভেম্বরে শেষের দিকে বা ডিসেম্বর মাসের প্রথম দিকে এই টেস্টের আয়োজন করা হয়ে থাকে। টেস্টের পর ভোটের কারণে এগিয়ে আনা হয়েছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা। তবে সেক্ষেত্রে বেশ কিছু সমস্যার বিষয় সামনে আসছে।
একের পর স্কুলের তরফে দাবি করা হচ্ছে, দুর্গাপুজো, কালীপুজো সহ নানা রকম ছুটি থাকায় পড়ুয়াদের সিলেবাস শেষ হয়নি। এই আবহে আশঙ্কা করা হচ্ছে হয়তো মাধ্যমিক পরীক্ষা কিছুদিন পিছিয়ে যেতে পারে। শীঘ্রই নতুন রুটিন প্রকাশ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ এমনটাও মনে করা হচ্ছে।