কদিনের ছুতে ঘুরতে যাওয়া মানেই সবার আগে মনে আসে দার্জিলিংয়ের নাম। আর দার্জিলিঙে মানেই সবার আগে মনে পরে টয় ট্রেন ভ্রমন ও তার পরেই রোপওয়ের। কিন্তু দীর্ঘ আট বছর দার্জিলিংয়ে বন্ধ ছিল রোপওয়ে। বিভিন্ন মহল থেকে দাবি ওঠে পুনরায় দার্জিলিঙে রোপওয়ে চালু করার।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকার পুরোনো রুটেই ফের চালু করতে চাইছে রোপওয়ে। দার্জিলিং ভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল এই রোপওয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দার্জিলিঙে পুনরায় সরকারি-বেসরকারি উদ্যোগে চালু হোক রোপওয়ে। জানা যাচ্ছে রোপওয়ে চালুর ব্যাপারে নিরাপত্তার দিকে আরও বাড়তি নজরদারি দেবে সরকার।
মনোমেবল গোন্ডলা প্রযুক্তিতে নির্ভর করে নতুনভাবে আত্মপ্রকাশ করে রোপওয়ে। রাম্মাম নদী ও রাম্মাম উপত্যকার উপর দিয়ে চলা এই রোপওয়ে ছিল দার্জিলিংয়ের অন্যতম প্রধান আকর্ষণ। সরকার চাইছে নতুনভাবে পুরনো রুটেই রোপওয়ে পরিষেবা চালু করতে। তৈরি করা হবে নতুন টার্মিনাল।