লক্ষ্য এখন একটাই, আগামী লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আগ নয়া পদ্ধতিতে কাজ করতে চলেছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বহু নেতা, বিধায়ক, মন্ত্রী এবং এক সাংসদও যোগ দিয়েছিলেন বিজেপিতে।
এছাড়াও টলিউডের বহু আর্টিস্টকেও বিধানসভা নির্বাচনে দেওয়া হয়েছিল টিকিট। আসন্ন লোকসভা নির্বাচনে সেই ভুল আর করতে চাইছে না পদ্ম ব্রিগেড। তাদের মধ্যে হিরন চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ জয়লাভ করতে পারেননি।
বিজেপির এই ‘গ্র্যান্ড জয়েনিং’ পর্বের নেতৃত্ব দিয়েছিলেন মুকুল রায়। তবে বর্তমানে মুকুল রায় বিজেপিতে নেই। কৈলাস বিজয়বর্গীও মধ্যপ্রদেশের মন্ত্রী এখন। মুকুল-কৈলাসের জায়গায় তাই বিজেপি শিবির অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ‘নিযুক্ত’ হতে পারে।