বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের আগেই সক্রিয় আয়কর দফতর।
আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে, এই রাজ্যে তৃণমূল শিবিরের প্রায় ৫৫০ নেতা-নেত্রীর নানান নির্মাণ সংস্থার সঙ্গে বেআইনি লেনদেনের যোগ পাওয়া গিয়েছে। এখানেই শেষ নয়! এই সূত্রে বেআইনি আর্থিক লেনদেনের বেশ কিছু নথি উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, বেআইনি নির্মাণ যোগ সূত্রে মহম্মদ আলমের বাড়ি এবং অফিসে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। সেদিন রাত অবধি তল্লাশি চালিয়েছেন তাঁরা। একইসঙ্গেই উক্ত তৃণমূল নেতা, তাঁর পরিবার এবং অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।