সম্প্রতি উঠেছিল বড় অভিযোগ। মার্কিন এয়ারস্পেসের উপর ঘুরপাক খাচ্ছিলো চিনের নজরদারি বেলুন৷ আমেরিকার আকাশে চিনা গুপ্তচর বেলুনের প্রবেশ ঘিরে শোরগোল কূটনৈতিক মহলে৷ পেন্টাগনের দাবি, আমেরিকার উপর নজরদারি করতেই এই স্পাই বেলুন পাঠিয়েছিল চিন৷ অপর দিকে চিনের দাবি, এটা কোনও গুপ্তচর বেলুন নয়৷ বরং আটলান্টিক উপকূলে পরিবেশ, আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করার কাজ করছিল। হাওয়ার ধাক্কায় সেটি নিজের গতিপথ বদলে আমেরিকার আকাশসীমায় ঢুকে পড়েছে।
এর মাঝে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ জানা গেল, শুধু আমেরিকা নয়, ৪০টি দেশের উপরে নজরদারি চালাচ্ছিল চিনা স্পাই বেলুন৷ আমেরিকার তরফে জানানো হয়, সন্দেহজনক যে বেলুনটি চিন পাঠিয়েছিল, তা কমিউনিকেশন সিগন্যাল সংগ্রহ করতে সক্ষম। ওই বেলুনটি ৪০টি দেশের উপর থেকে উড়ে এসেছিল৷ সন্দেহ, ওই বেলুন মারফত প্রত্যেকটি দেশের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে চিন।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক আধিকারিক বলেন, “আমরা জানি যে চিনের পাঠানো ওই নজরদার বেলুন পাঁচটি মহাদেশের মোট ৪০টি দেশের উপর দিয়ে উড়ে এসেছে। বাইডেন প্রশাসন সরাসরি ওই দেশগুলির সঙ্গে যোগাযোগ করছে এই বিষয়ে আলোচনার জন্যে।”