সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। এই ট্রেন দুর্ঘটনায় বাহানাগা সিবিআই-র স্ক্যানারে রেলের জুনিয়র ইঞ্জিনিয়র। ইতিমধ্যেই আমির খান নামে খড়গপুর ডিভিশনের ওই রেল কর্মীকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
তাঁর ওডিশার সোরো এলাকার ভাড়া বাড়ি সিল করা হয়েছে। কিন্তু, কেন এই জুনিয়র ইঞ্জিনিয়রের দিকে রেলের জুনিয়র ইঞ্জিনিয়র মূলত সিগল্যানিং যন্ত্রাংশের ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ এবং মেরামতের দায়িত্ব পালন করেন। সিগন্যাল ব্যবস্থা, রেললাইনের সার্কিট, পয়েন্ট মেশিন এভং ইন্টারলকিং সিস্টেমের যাবতীয় গুরুতায়িত্বও থাকে তাঁর কাঁধেই।
ভারতীয় রেলের কোনও নির্দিষ্ট ডিভিশনের একজন জুনিয়র ইঞ্জিনিয়র অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী। গত ২ জুন ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। ওডিশার বালেশ্বর জেলার বাহানাগা বাজার স্টেশনে মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের। এই সন্দেহের জন্যই জুনিয়র ইঞ্জিনিয়রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।