আসন্ন কালীপূজার আগে বড় খুশির খবর

চলছে পূজার মরশুম, দুর্গোৎসব শেষ হতেই প্রস্তুতি শুরু কালীপূজার৷ রাত পোহালেই শুরু পূজা। আসন্ন এই পূজার আগে দেশবাসীকে দীপাবলির উপহার কেন্দ্রের। কালীপুজো এবং দিওয়ালির আগেই সরাসরি অ্যাকাউন্টে টাকা দিচ্ছে সরকার।

দেশের কোটি কোটি জনসাধারণের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সুদের টাকা জমা করছে কেন্দ্র। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য পিএফ অ্যাকাউন্টে যে সুদ প্রাপ্য সেই টাকা জমা হচ্ছে। উল্লেখ্য, স্বাভাবিকভাবেই এই সুদের টাকা জমা পড়ায় দীপাবলির আগে উচ্ছ্বসিত পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা।

অর্থ মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে প্রতি বছর ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি প্রভিডেন্ট ফান্ডে সুদের হার নির্ধারণ করে। চলতি বছরে জুলাইয়ে সুদের হার ঘোষণা করেছিল ইপিএফও। ২০২২-২৩ অর্থবর্ষে পিএফ অ্যাকাউন্টে সুদের হার ছিল ৮.১৫%।