বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের ডিজির কড়া বার্তার ২৪ ঘণ্টা পরেও সন্দেশখালির ঘটনার অন্যতম মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এই নিয়ে যখন শাসক-বিরোধী জল্পনা তুঙ্গে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক্স প্ল্যাটফর্মে অভিযোগ তুললেন ভারতীয় জনতা পার্টির আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য। এক্স প্ল্যাটফর্মে অমিত মালব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ আপলোড করেছেন।
তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার হিতৈষী, তখন পশ্চিমবঙ্গের পুলিশ কীভাবে শাহজাহান শেখকে গ্রেপ্তার করবে বলে আশা করা যায়?” ২০১৯ সালের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে এনে অমিত মালব্য বলেন, এই সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন শাহজাহান মুসলিম বলে তাকে টার্গেট করা হচ্ছে।