বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বহু আগেই নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।
নিজের ক্ষমতাকে ব্যবহার করে বেআইনিভাবে তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে সহ শিক্ষিকা পদে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে অঙ্কিতার। আর এসবের শোনা যাচ্ছে এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিচ্ছেন পরেশ অধিকারী।
সামনেই লোকসভা নির্বাচন। এই আবহে আগামী ১৯ জানুয়ারি মেখলিগঞ্জে জনসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সভাতেই নাকি ফুল বদল করবেন মেখলিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ অধিকারী।