বড় ভাঙ্গন রাজ্যের শাসক শিবিরে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে ততই ভাঙন ধরছে রাজ্যের শাসক দলে। ফের তৃণমূলে ভাঙন ধরল নিউটাউনে। প্রায় ৩০০ তৃণমূল কর্মী যোগ দিলেন সিপিআইএম-এ।

ঘটনা রাজারহাট বিষ্ণুপুর-২ গ্রাম পঞ্চায়েতের মহম্মদপুর শীলপোতা মোড় এলাকার। বিষ্ণুপুর-২ গ্রাম পঞ্চায়েতের সক্রিয় তৃণমূল নেতা সেলিম মোল্লা ও মুজিবর মিস্ত্রির নেতৃত্বে প্রায় ৩০০ জন তৃণমূল কর্মী এদিন যোগ দেন সিপিআইএম-এ। সিপিআইএম-এ যোগ দিয়েই তারা সিপিআইএম-এর হয়ে মনোনয়ন পত্র জমা দিতে পৌঁছে যান রাজারহাট বিডিও অফিসে।

সেলিম মোল্লা গ্রাম পঞ্চায়েত ও মুজিবর মিস্ত্রি রাজারহাট পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নন জমা দিতে যান বলে জানা যাচ্ছে। সিপিআইএম-এ যোগ দেওয়া সেলিম মোল্লা জানান, ‘১৭৯ নম্বর বুথ রাজারহাট বিষ্ণুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে মনোনয়ন জমা দিয়েছি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই।’