বড় ভাঙ্গন রাজ্যের শাসক শিবিরে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে পঞ্চায়েত ভোট পূর্বে পায়ের তলার মাটি শক্ত করতে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচিতে মেতে উঠছে শাসকদল। গোটা রাজ্যে জনসংযোগ গড়ে তুলতে দুমাসের জন্য বঙ্গ সফরে বেড়িয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক এই কর্মসূচির সূচনাই করেছিলেন উত্তরবঙ্গের কোচবিহার থেকে। তবে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক জেলা ছাড়তে না ছাড়তেই বড় ভাঙন তৃণমূলে। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের হাত ধরে দিনহাটার ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আরও তিনজন পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে নাম লেখালেন গেরুয়া শিবিরে। পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল সভাপতি সহ প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক এদিন যোগ দেন বিজেপিতে।

পঞ্চায়েত ভোটের আগে এত কর্মী-সমর্থকদের দল বদলে তৃণমূলের অস্বস্তি কিছুটা হলেও বাড়লো বলেই মনে করছে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন ভেটাগুড়িতে এক পথসভার আয়োজন করে বিজেপি। সেখানেই নিশীথ প্রামানিকের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।