নির্বাচন পূর্বে নমোর হাতে বড় ব্রহ্মাস্ত্র

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে এবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ নিয়ে বিরাট খবর। শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হয়ে যাবে সিএএ বিধি।

নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় পকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কার হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিষ্টান, শিখরা যারা ধর্মীয় কারণে ক্রমাগত নির্যাতনের শিকার হয়ে চলেছে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তবে এইসব দেশের সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই আইনের বাইরে।

বলা যায়, নির্বাচনের আগে এটাই হতে চলেছে মোদীর ‘ব্রহ্মাস্ত্র’। যদি মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয় তাহলে এই সিএএ বিধি হবে বিজেপির অন্যতম বড় হাতিয়ার। যার সরাসরি প্রভাব পড়বে বাংলার ভোটবাক্সে। কারণ বাংলার নেত্রী প্রথম থেকেই এই আইনের বিরোধিতা করে এসেছেন।