করোনা আবহে বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে

রাজ্য জুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যায় চিন্তিত রাজ্য সরকার। চিকিৎসকরা ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে করোনা তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। এই সময় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তবে চিন্তা বেশি দুঃস্থদের নিয়ে। কী ভাবে সহায়তা পাবেন তারা, কী ভাবে হবে খাবারের জোগান? এই সমস্যা সমাধানে উদ্যোগ নিল নবান্ন। সিদ্ধান গ্রহণ করা হয়েছে যে, দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে আসা হবে। এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মঙ্গলবারই সব জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

এখন প্রশ্ন হল, কী খাবারের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য। জানা গিয়েছে, মূলত প্যাকেটজাত খাবার পাঠানো হবে দুঃস্থদের জন্য। তাতে থাকবে চাল, ডাল, মুড়ি, বিস্কুটের মতো সামগ্রী। এই মর্মে রাজ্যের প্রতিটি জেলাশাসকের কাছে নির্দেশিকা চলে গিয়েছে ইতিমধ্যেই। আরও জানান হয়েছে, কোনও ব্যাপারে যদি প্রয়োজন পড়ে তাহলে স্থানীয় পুলিশের সাহায্য নেবে জেলাপ্রশাসন। করোনা পরিস্থিতির জন্য একাধিক নিয়ম জারি হয়েছে। বিধিনিষেধ লাগু হয়েছে। অনেক দুঃস্থরাই এই সময় সমস্যায় পড়বে বলেই অনুমান। তার প্রেক্ষিতেই নবান্নের এই সিদ্ধান্ত। তবে শুধু দুঃস্থ নয়, যে সমস্ত নাগরিকরা এই মুহূর্তে কোভিড পজিটিভ হয়ে আইসোলেশনে আছেন, তাদের জন্যও এই ব্যবস্থা করা হয়েছে।

এই মুহূর্তে উদ্বেগ ক্রমশ বাড়ছে রাজ্যের দৈনিক আক্রান্ত নিয়ে। একদিকে ওমিক্রন হানা, অন্যদিকে সংক্রমণ ছড়িয়ে পড়ছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মধ্য, যা বিরাট চিন্তার। দেশের একাধিক রাজ্যের মত বাংলাতেও একই অবস্থা। বিগত কয়েক দিনে আক্রান্ত হয়েছেন বহু চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, পুলিশ আধিকারিকরা। জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৮০১ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১ হাজার ০৫৭ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৫৫ হাজার ২২৮ জন।

Leave a Reply