পুরসভার তরফে বড়ো ঘোষণা

বারংবার অগ্নিকান্ডের ঘটনাকে রুখতে বড় সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের তরফে। ফুটপাতজুড়ে স্টল ও প্লাস্টিক নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুরসভার। লালবাজারের আধিকারিকদের এক বৈঠকে এ কথা জানান হকার পুনর্বাসন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার। তাঁর কথায়, আগামী ৭ দিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যে প্লাস্টিক বা ত্রিপলের ছাউনি দেওয়া বন্ধ করতে হবে। আগামী দিন গুলিতে এই অভিযানে নামবে কলকাতা পুলিশ।

পাশাপাশি ফুটপাতে হাঁটার জায়গায় গজিয়ে উঠেছে বহু দোকান ও স্টল, যার ফলে অবরুদ্ধ হয়ে গিয়েছে সেই জায়গা। এক্ষেত্রে পুরসভার পক্ষ থেকে ‘নো ভেন্ডিং জোন’ করে দেওয়া হবে। মূলত, অগ্নিকাণ্ডের মত কোন ঘটনা যাতে না ঘটে তার জন্যি এমকন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘আর কোনও ঝুঁকি আমরা নেব না। এখানে মানুষের জীবন-জীবিকা জড়িত। তাই প্লাস্টিক কিংবা ত্রিপলের বদলে বিকল্প কিছু করতে হবে।’ পাশাপাশি হকারদের সুবিধার কথা মাথায় রেখে তাঁদের নামের ওয়ার্ডভিত্তিক তালিকা তৈরি করা হবে।