কেন্দ্র সরকারের তরফে বড়ো ঘোষণা

কেন্দ্র সরকারের তরফে বড়ো ঘোষণা করা হলো বাংলা নিয়ে। বাংলার জন্য রেলের তরফে বিপুল অঙ্কের বরাদ্দের কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যে সময় এই ঘোষণা করলেন তিনি সেই সময়ে তাঁর পাশে রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ছিলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবর দাবি করে এসেছে যে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে রাখে। তবে এদিনের ঘোষণায় সেই দাবি কিছুটা নস্যাৎ করতে পারল কেন্দ্রীয় সরকার।

বেহালার রেলের স্পোর্টস কমপ্লেক্সের এক অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করে বলেন, রেলের তরফে রাজ্যের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জমি পেলেই প্রকল্পের কাজ শুরু হবে। আসলে মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে গরিব কল্যাণ সম্মেলন চলছে। তারই অনুষ্ঠান ছিল বেহালাতে। সেখান থেকেই এই বড় ঘোষণা করা হয়। ঘোষণার পরেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে একহাত নেন। বলেন, দেশের সব রাজ্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেলেও বাংলা পায় না। কারণ রাজ্য সরকার মানুষকে বঞ্চিত করে রেখেছে। বাংলার কৃষকরাও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। এমনই দাবি করেন শুভেন্দু।

উল্লেখ্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১১ তম কিস্তির ২ হাজার টাকা প্রদান করেছে কেন্দ্র। গতকালই জানান হয়েছিল যে, ১০ কোটির বেশি নথিভুক্ত কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। প্রায় ২১ হাজার কোটি টাকা দেওয়া হবে। সেই মতো শিমলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কৃষকদের জন্য ১১ কিস্তির টাকা পাঠানো হয়। এর আগে ১ জানুয়ারি কৃষকদের দশম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। তিন কিস্তিতে চার মাস অন্তর এই অর্থ কৃষি মন্ত্রকের তরফে দেওয়া হয়।