রাজ্যের মানুষদের জন্য বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে। স্বাস্থ্যক্ষেত্র থেকে খাদ্য দফতর, রাজ্যে বিপুল কর্মসংস্থান হতে চলেছে বলে ঘোষণা করেছে নবান্ন। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠক শেষেই বড় ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পার্থ চট্টোপাধ্যায়। স্বাস্থ্য দফতরে চুক্তির ভিত্তিতে প্রচুর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। রাজ্যে প্রায় সাড়ে ১১ হাজার জনের কর্মসংস্থান হতে চলেছে। এদিকে বজ্রপাতে নিহতদের পরিবারকেও চাকরি দেওয়া হবে বলেই জানান হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ‘ফিনান্স হেল্থ কমিশন’-এর বরাদ্দ থেকে রাজ্যে ১১ হাজার ৫১১ জনকে স্বাস্থ্য দফতরে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিয়োগ করা হবে। অন্যদিকে খাদ্য দফতরে ৩৪২ জন ডেটা এন্ট্রি অপারেটরও নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের বৈঠকে। যেমন গ্রাম এবং শহরাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হবে। রাজ্যের ট্রাক টার্মিনালগুলি অধিগ্রহণ করে সেখানকার কর্মীদের চুক্তিভিত্তিক চাকরি দেবে রাজ্য। তাছাড়া গত বছর যে ২৬ জনের হুগলি এবং মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত্যু হয়েছিল, তাদের পরিবারের সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। একই সঙ্গে মগরাহাটের নিহত দু’ জন সিভিক ভলেন্টিয়ারের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য।