বড় ঘোষণা, দিঘায় তৈরী হবে জগন্নাথ মন্দির

এই মুহূর্তে চর্চার সব চেয়ে বড় কেন্দ্রবিন্দু হল কেন্দ্র সরকার দ্বারা নির্মিত অযোধ্যার বুকে তৈরি রাম মন্দির। এবার এই পরিস্থিতিতে অনেকটা কেন্দ্রকে টেক্কা দিতেই রাজ্যের তৃণমূল সরকার দিঘায় নির্মাণ করছে জগন্নাথ মন্দির। লোকসভা নির্বাচনের আগেই এই মন্দিরের উদ্বোধন হতে পারে।

মন্দির উদ্বোধনের আগে দিঘাকে আরো আকর্ষণীয় করার জন্য হকার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হল। দিঘা – শংকরপুর উন্নয়ন পর্ষদ জানায়, সব হকারদের সরে যেতে হবে দিঘা সৈকত ও সৈকত সরণী সংলগ্ন এলাকা থেকে। নির্দেশ না মানা হলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে পুনর্বাসনের কোনও আশ্বাস দেওয়া হয়নি। তাই পুনর্বাসন ছাড়া এখান থেকে সরতে নারাজ তারা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন পর্যটনস্থলকে আরও আকর্ষণীয় করতে উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন দিঘাকে গোয়ার আদলে গড়ে তুলতে। সেই মতো বেশ কিছু সৌন্দর্যায়নের কাজ হয়।