পূর্বেই ঘোষণা অনুযায়ী উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাদের সঙ্গে দেখা করে তিনি বললেন যে, মালবাজার-কাণ্ডের তদন্ত প্রয়োজন। একই সঙ্গে তিনি মানিক সহ অনেককে ধন্যবাদ জানিয়েছেন যারা সেদিন সাধারণ মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছিল।
তবে বিষয়টি শুধু ধন্যবাদজ্ঞাপনে সীমাবদ্ধ নেই। মাল নদীতে হরপা বানের বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়ে যারা অন্যের প্রাণ বাঁচিয়েছেন এমনই সাতজন যুবক–যুবতীকে সরকারি চাকরি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারে প্রশাসনিক বৈঠকের মঞ্চে তাঁদের ডেকে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন এই প্রশাসনিক বৈঠকের মঞ্চে উদ্ধারকারীদের ডেকে তাদের সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একই সঙ্গে ১ লক্ষ টাকা করে আর্থিক পুরষ্কার এবং প্রশংসাপত্রও তুলে দেওয়া হয়েছে তাদের হাতে। জানা গিয়েছে, ৬ জনকে সিভিক ভলান্টিয়ার বিভাগে নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় তারা ভীষণ আপ্লুত এমনটা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত পঞ্চায়েত ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক।