লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে এবার বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জানা গিয়েছে, এবার পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের থেকে বঞ্চিত ২৪ লক্ষ এমজিএনআরইজিএ শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদান শুরু করবে।
১ মার্চের মধ্যে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) কার্যকর করার ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের হিসেব অনুযায়ী, রাজ্যের ২৩টি জেলার জব কার্ডধারীরা মোট পেয়ে যাবেন ২,৫৬০ কোটি টাকা।
মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে জব কার্ডধারীরা ১০০ দিনের কাজের জন্য বঞ্চিত হয়েছেন, তাঁদের বেতন দেবে কেন্দ্র। এমনকি, ১ মার্চের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে বলেও জানান অভিষেক।