রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার সামনে এল একটি দারুণ খবর, খুব শীঘ্রই রেলপথে সিকিমের সঙ্গে জুড়তে চলেছে উত্তরবঙ্গ। সেবক-রংপো টানেলের কাজ আরও একধাপ এগিয়ে গিয়ে ইতিমধ্যেই টানেল নম্বর ৩-এর ব্রেকথ্রু সম্পন্ন হয়েছে।
প্রোজেক্ট ডিরেক্টর শ্রী মহিন্দর সিং জানিয়েছেন, ২০২৪ সালের শুরুতেই উত্তর-পূর্ব ভারতের রাজ্য সিকিমের সঙ্গে রেল যোগাযোগের সমস্ত কাজ শেষ হতে চলেছে। পাশাপাশি, এই রেলপথ সম্পন্ন হলে সিকিমের সঙ্গে সহজেই রেল যোগাযোগের মাধ্যমে উপকৃত হবেন সাধারণ মানুষ।
এই রেলপথ উদ্বোধন হলে উত্তরবঙ্গ-সহ সিকিমের পর্যটন শিল্পেও নতুন পালক জুড়বে। প্রথম পর্যায়ে সেবক থেকে রংপো পর্যন্ত যাবে এই রেলপথ। পাশাপাশি, রেলের আধিকারিকদের মতে পরবর্তীকালে রংপো থেকে গ্যাংটক পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন হবে।