বড় ঘোষণা রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার সামনে এসেছে একটি বড় তথ্য। দেশের অন্যতম ব্যস্ত দিল্লি-হাওড়া রুটের একাংশের জন্য এবার বড় পরিকল্পনা করেছে ভারতীয় রেল।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সংশ্লিষ্ট রুটের বিহারের অন্তর্ভুক্ত সোননগর থেকে রাজ্যের অন্ডাল পর্যন্ত আরও দু’টি লাইন তৈরি করা হবে। যার ফলে মোট লাইনের সংখ্যা বেড়ে দাঁড়াবে চার। মোট ৩৭৪.৫ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ১৩,৬০৬ কোটি টাকা।

তবে, এই অতিরিক্ত দু’টি লাইন পাতার কাজ বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এই তিনটি রাজ্যে চলবে। যার মধ্যে পশ্চিমবঙ্গে ৪০.৩ কিলোমিটার জুড়ে এই কাজ হবে। রেলমন্ত্রী আরও জানান যে, এই প্রকল্পটি দেশের অর্থব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। এছাড়াও, দিল্লি থেকে কলকাতার মেন লাইনের জন্যও এই প্রকল্প যথেষ্ট তাৎপর্যপূর্ণ।