বড় ঘোষণা সরকারের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে চব্বিশের লোকসভা নির্বাচনের পরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে প্রায় ২ লাখ টাকা!

আসলে করোনাকালে দেশের অর্থনীতি যখন জোর ধাক্কা খেয়েছিল, সেই সময় প্রায় দেড় বছর তথা ১৮ মাস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হয়নি। সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সেই অর্থ ব্যয় করা হয়েছে।

তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। সবকিছু আবার আগের মতো হতেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৮ মাসের বকেয়া ডিএ মেটানোর দাবি তুলতে শুরু করেন। দ্রুতই তাঁদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে অনুমান করেন তাঁরা।