দেশেবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
কেন্দ্র সরকার থেকে ৮০ কোটিরও বেশি মানুষকে কোভিডের সময় বিনামূল্যে রেশন প্রদান করা হয়েছে। তবে নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, গরিব কল্যাণ অন্ন যোজনা সামনের ৫বছরের জন্যও গরিবরা এই সুযোগ পাবেন অর্থাৎ রেশন পাবেন’।
আগামী ৫ বছরের জন্য মানুষ বিনামূল্যে রেশন পাবেন। সেই সব মানুষদের মুখে আরও ৫ বছর বিনামূল্যে অন্ন জুটবে। ৮০ কোটির বেশি মানুষ কেন্দ্র সরকারের পক্ষ থেকে চাল ও গম পাবেন। তবে এটি শুধু কেন্দ্র সরকার নয় এই পরিষেবা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছ থেকেও মিলবে।