বড় ঘোষণা অর্থ মন্ত্রকের তরফে

বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে। দেশের রেটিং বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই প্রসঙ্গে অর্থ মন্ত্রকের তরফে রেটিং এজেন্সির সাথেও যোগাযোগ রাখা হচ্ছে। এমতাবস্থায়, ভারতের রেটিং বাড়ানোর লক্ষ্যে রেটিং এজেন্সি মুডিজের ওপর ভরসা রাখছে মন্ত্রক।

জানা গিয়েছে, এই প্রচেষ্টার মাধ্যমে এখন রেটিং এজেন্সি মুডিজের সঙ্গে বৈঠকও সম্পন্ন হবে। অর্থ মন্ত্রকের আধিকারিকরা আগামী ১৬ জুন আমেরিকাতে স্থিত রেটিং এজেন্সি মুডিজের সাথে বৈঠক করবেন। আধিকারিকরা ভারতের শক্তিশালী অর্থনৈতিক মৌলিক বিষয়গুলি সম্পর্কে জানাবেন এবং সার্বভৌম রেটিং বাড়ানোর জন্য জোর দেবেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, মুডিজের দেওয়া রেটিং সমগ্ৰ বিশ্বজুড়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হয়। বর্তমানে, মুডিজ ইনভেস্টর সার্ভিস ভারতকে একটি স্থিতিশীল দৃষ্টিভঙ্গি সহ “Baa3” ক্রেডিট রেটিং দিয়েছে। এদিকে, বিনিয়োগ গ্রেডে “Baa3” হল সর্বনিম্ন রেটিং। পরিকাঠামোগত উন্নয়নের ওপর জোর এবং প্রায় ৬০০ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার ভান্ডারের প্রসঙ্গে কথা বলবেন।