তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম যুবশ্রী প্রকল্প। বয়স ১৮-৪৫ বছরের মধ্যে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
যুবশ্রী প্রকল্প ২০২৪ এর আওতায় সর্বনিম্ন ভাতা পাবেন ১৫০০ এবং সর্বোচ্চ অঙ্ক হতে পারে ২৫০০ টাকা। এই ভাতা পাওয়ার জন্য আবেদনকারীকে WB এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে নিজের নাম তালিকাভুক্ত করতে হবে। বাংলার মোট ১ লক্ষ বেকার যুবক যুবতী এই ভাতা পাবেন। তবে আবেদনকারীকে সরকারি বা বেসরকারি কোনও কাজ করা চলবেনা।
প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি, আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো, কাস্ট সার্টিফিকেট থাকলে তার প্রতিলিপি দিতে হবে। সেই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। আবেদনের জন্য https://employmentbankwb.gov.in/-এই লিঙ্কে ক্লিক করতে হবে।