বড় ঘোষণা নন্দীগ্রামের এলাকাবাসীদের জন্য

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। জানা গিয়েছে যে, এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের রেল প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। মূলত, রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা।

খুব দ্রুত রেলপথের সঙ্গে নন্দীগ্রাম যুক্ত হবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই নন্দীগ্রাম সংযুক্ত হবে রেলপথের মাধ্যমে। ২০০৯ সাল থেকে এই প্রকল্পের কাজ আটকে থাকলেও চলতি মাসেই ফের এটির কাজ শুরু হবে।

উল্লেখ্য, নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ রেল প্রকল্পের মোট দৈর্ঘ্য হল ২২ কিমি। যেটির মধ্যে ১৮.৫ কিলোমিটার রেললাইনের কাজ হওয়ার কথা নন্দীগ্রামে। দেশপ্রাণ স্টেশনের আগে দিঘা-তমলুক রেললাইনের সঙ্গে এটি সংযুক্ত হবে নন্দীগ্রামে। এই কাজের জন্য জমি নির্ধারণ সম্পন্ন হলেও পুনরায় কিছু জমি চিহ্নিতকরণের কাজ হবে বলে জানা গিয়েছে।