আদালতের নির্দেশের পর শিক্ষকদের জন্য বড় ঘোষণা সরকারের তরফে

বড় ঘোষণা রাজ্য সরাকারের তরফে, সম্প্রতি কালেই এক মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে হলে শিক্ষক-শিক্ষিকাদের D.El.Ed বা D.Ed ডিগ্রি থাকতেই হবে।

কারও যদি বিএড ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্তরা প্রশিক্ষণ থাকা সত্ত্বেও প্রাথমিকে আবেদন করতে পারবে না, নির্দেশ ছিল সর্বোচ্চ আদালতের। নির্দেশের পরই দিশেহারা হয়ে পড়েন হাজার হাজার প্রাথমিক শিক্ষক। এই পরিস্থিতিতেই সেসব B.Ed ডিগ্রিধারী শিক্ষকদের পাশে দাঁড়ালো রাজ্য।

রাজ্যের স্কুল শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে ২০২৩-২৫ শিক্ষাবর্ষেই এই প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদের D.El.Ed প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে তাদের আর কোনও ভয় থাকবে না। ইতিমধ্যেই প্রতিটি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে চিঠি পাঠিয়ে প্রশিক্ষণহীনদের নামের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে। এরপরই তালিকা দেখে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।