মেডিক্যাল পড়ুয়াদের জন্য বড় ঘোষণা

এক সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাসাশিয়া ও ইউক্রেনের মাঝে৷ জ্বলছে ইউক্রেন৷ রুশ সেনা আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত গোটা দেশ৷ কোনও ভাবে প্রাণ হাতে নিয়ে ইউক্রেন থেকে দেশে ফিরেছেন ভারতের ডাক্তারি পড়ুয়ারা৷ এই অবস্থায় তাঁদের ভবিষ্যৎ কী? তাঁদের ডাক্তারি পড়া কি মাঝপথেই শেষ হয়ে যাবে? ইউক্রেন থেকে দেশে ফেরা সেই সকল ডাক্তারি পড়ুয়াদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জাতীয় মেডিক্যাল কমিশন বা এনএমসি৷ 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে যে সকল পড়ুয়া ইন্টার্নশিপ সম্পূর্ণ না করেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন তাঁদের দেশেই ইন্টার্নশিপ শেষ করার সুযোগ দেওয়া হবে৷ তাঁরা দেশেই কোর্স শেষ করতে পারবেন৷ এর জন্য সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ কোনও ফি নিতে পারবে না৷ শুক্রবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে এনএমসি৷ উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসেই নয়া নিয়ম কার্যকর করা হয়েছিল৷ যেখানে বলা হয়েছিল, একই মেডিক্যাল কলেজ থেকেই স্নাতক এবং ১২ মাসের ইন্টার্নশিপ করতে হবে৷ তবে যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন থেকে দেশে ফেরা ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেহে এই নিয়মের বদল করা হচ্ছে।

এনএমসি’র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুদ্ধ পরিস্থিতিতে বেশ কয়েক জন মেডিক্যাল স্নাতক বিদেশ থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে সেই সকল পড়ুয়াদের যন্ত্রণা ও মানসিক চাপের কথা অনুভব করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁরা দেশে থেকেই নিজেদের ইন্টার্নশিপ শেষ করে নিতে পারবেন।’ কিন্তু যে সকল ডাক্তারি পড়ুয়া স্নাতক পাশ না করেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন, তাঁদের কী হবে? এর কোনও উত্তর এখনও মেলেনি। তাঁদের উদ্দেশে কোনও বিবৃতিও দেয়নি জাতীয় মেডিক্যাল কমিশন।