বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে। খারিজি মাদ্রাসাগুলিকে স্বীকৃতি দিতে, রাজ্যজুড়ে খারিজি মাদ্রাসাগুলির পরিকাঠামো নিয়ে সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চায় পশ্চিমবঙ্গ সরকাররের তরফে৷ বিধানসভায় এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
তিনি জানিয়েছেন, রাজ্য সরকার এই নিয়ে একটি উচ্চ-পর্যায়ের কমিটি তৈরি করছে ৷ ওই কমিটি আগামী ছ’মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে ৷ তার পর এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ৷ তিনি জানান, পশ্চিমবঙ্গে অনেক খারিজি মাদ্রাসা আছে ৷ এই মাদ্রাসাগুলি সরকারের আওতাভুক্ত নয় ৷ তারা নিজেদের পয়সায় নিজেরা চলে ৷
মুখ্যমন্ত্রী আরও জানান যে কিন্তু রাজ্য সরকার চাইছে যে চারিদিকে সবকিছু যখন আধুনিক হচ্ছে, তখন এই মাদ্রাসাগুলিও সেই সুযোগ পাক ৷ এখানে যে প্রায় ৫ লক্ষ পড়ুয়া আছে, তারাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ পাক ৷ এর পরই মুখ্যমন্ত্রী উচ্চ-পর্যায়ের কমিটি তৈরির বিষয়টি উল্লেখ করেন৷