রেল যাত্রীদের সুখ সাচ্ছন্দের কথা ভেবে নেওয়া ঘোষণা রেল দফতরের তরফে। দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেনের অনেক সময় মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় বৃহন্নলাদের দাপাদাপি। এমনকি অনেকেই বৃহন্নলাদের সেজে ট্রেনে চুরি কিংবা ভিক্ষাবৃত্তির নাম করে যাত্রীদের উপর নির্যাতন চালায়। ফলে অনেক সময় সমস্যায় পড়তে হয় নারীদের।
তবে এবার এই ঘটনায় লাগাম টানতে চলেছে রেল দফতর। রেল ডিভিশনের অন্তর্গত রেলওয়ে প্রটেকশন ফোর্স, জেনারেল রেল পুলিশ, বন বিভাগ এবং আবগারি দফতরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। সাফ জানিয়ে দেওয়া হয় এবার থেকে ট্রেনে বৃহন্নলা বা তৃতীয় লিঙ্গের মানুষেরা আর ভিক্ষাবৃত্তি করতে পারবে না।
টিকিট ছাড়া আলিপুরদুয়ার রেল ডিভিশনের অন্তর্গত এলাকায় কোন ট্রেনেই চড়তে পারবেননা তারা। যদি এই কাজ কেউ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। রেল দফতরের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেল যাত্রীরা।