বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে মোদী সরকার একের পর এক উপহার নিয়ে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য।
এই আবহেই রাজ্য সরকারের অধীনে কর্মরত সরকারি কর্মী, পেনশনার ও শিক্ষকদের হয়ে ফের আওয়াজ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ‘কথা দিচ্ছি রাজ্যের সমস্ত সরকারি কর্মী, পেনশনার, শিক্ষক, সবাইকে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। রাজ্যে বিজেপি ক্ষমতা এলেই ক্যাবিনেটে প্রথম এই সিদ্ধান্তই নেওয়া হবে। সকলকে কেন্দ্রীয় হারে ডিএ দেব আমরা।’
শুরু থেকেই ডিএ আন্দোলনকারীদের পাশে থেকেছেন বিরোধী দলনেতা। আন্দোলনকারীদের সাহস জোগাতে ডিএ আন্দোলনের মঞ্চেও হাজির হয়েছিলেন। একাধিকবার তাদের ন্যায্য পাওনাও দাবিতে আওয়াজ তুলেছেন। আর এবার লোকসভা ভোটের আগেই বিরাট ঘোষণা করে দিলেন শুভেন্দু।