সরকারের তরফে বড় ঘোষণা

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।

বহুদিন আগেই রেশন কার্ডের ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে কেন্দ্র। তা সত্ত্বেও এখনও এমন অনেকে আছেন যারা ই-কেওয়াইসি সম্পূর্ণ করে উঠতে পারেননি। সেই দিকেই নজর দিয়েই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ফ্রি-তে রেশন সামগ্রী পাওয়া বজায় রাখতে ও রেশন সরবরাহে কোনও বাধা না পেতে শীঘ্রই গ্রাহকদের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

এখনও যারা এই প্রক্রিয়া সম্পূর্ণ করে উঠতে পারেননি, তাঁদের আরও কিছুটা সময় দিল কেন্দ্র। রেশন কার্ড ই-কেওয়াইসির সময়সীমা বৃদ্ধি করল মোদী সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর অবধি সেই সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।