সরকারের তরফে বড় ঘোষণা

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।

ডিজিটাল রেশন কার্ডের পর এবার সরকারের তরফে চালু হতে চলেছে ইপিওএস পরিষেবা। জানা গিয়েছে, ePOS-এ নতুন কার্ডের জন্য গ্রাহকের আঙুলের ছাপ সরবরাহ করা হয়ে গেলেই রেশন দোকানে গ্রাহকের কার্ডেও আধার যুক্ত করতে হবে।

ইপোস মেশিনে উপভোক্তার আঙুলের ছাপ আপলোড করে যখনই তিনি রেশন নিতে যাবেন, তার পুরো হিসাব খাদ্য দফতরের অফিসে পৌঁছে যাবে। আর এই নয়া পদ্ধতির মাধ্যমেই কালোবাজারি অনেকটাই বন্ধ হবে। এই পরিস্থিতিতে কেন্দ্রের সাফ জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে রেশনের ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে।