সরকারের তরফে বড় ঘোষণা

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, ইত্যাদি পেয়ে থাকে।

এবার থেকে আর থাকবেনা ওটিপি-র ঝামেলা। এরপর থেকে চোখের মণি স্ক্যান করেই মিলবে রেশন, চোখের মণি স্ক্যান করবে ‘আইরিশ স্ক্যান’। চোখের মণি স্ক্যান করে সেই ব্যক্তি আসল উপভোক্তা প্রমাণিত হলে তবেই তিনি রেশন পাবেন। এতে করে লাভবান হবেন সমাজের বহু মানুষ।

উল্লেখ্য, রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরের সংযুক্তিকরণ হয়েছে বহুদিন হল। কার্ড ডিজিটাইজেশনের পর বাজারে এসেছে বায়োমেট্রিক পদ্ধতি। তাতেও দেখা গেছে নানা ধরণের সমস্যা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরণের অভিযোগ এসেছে। পাশাপাশি সব রকম দুর্নীতি এড়াতে এবার থেকে চোখের মণি স্ক্যান করেই উপভোক্তাদের রেশন দেওয়া হবে।