বড় ঘোষণা সেবির তরফে, ফেরানো হবে আমানতকারীদের টাকা

দুর্নীতির প্রায় দশ বছর বাদে বড় ঘোষণা। ২০১৩ সালের রাজ্যে ঘটে যাওয়া সারদা চিট ফান্ডকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল সেবি বা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি জানিয়েছে, আগামী ১৭ই জুলাই নিলাম করা হবে সারদা গোষ্ঠীর ৬১ টা জমির প্লট। নিলাম থেকে যে টাকা আদায় হবে সেটি ফিরিয়ে দেওয়া হবে আমানতকারীদের।

সেবির পক্ষ থেকে একটি সংস্থাকে নিয়োগ করা হয়েছে এই নিলামের জন্য। নিয়োগকারী সংস্থা সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এই ফাঁকা প্লটগুলির অধিকাংশ অবস্থিত। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সেগুলি বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। এই প্লটগুলির বর্তমান বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। নিলাম প্রক্রিয়া চালানো হবে এই মূল্যটিকে বেস প্রাইস ধরে।

এই চিটফান্ডে টাকা গচ্ছিত রেখেছিলেন প্রায় ১৭ লক্ষ মানুষ। বিনিয়োগকারীদের মধ্যে অধিকাংশ পশ্চিমবঙ্গ, ত্রিপুরার বাসিন্দা। চিটফান্ডটি বন্ধ হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত কতজন আমানতকারী তাদের টাকা ফেরত পেয়েছেন সেই হিসেবে সামনে আনা হয়নি। এছাড়াও তৎকালীন হাইকোর্টের বিচারপতি শ্যামল সেন কমিটির সুপারিশ মেনে রাজ্য সরকারের ৫০০ কোটির তহবিল থেকে কিছু আমানতকারীকে টাকা ফেরত দেওয়া হয়।