রেলের তরফে বড় ঘোষণা

ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। ইতিমধ্যেই আমরা জানি, ভারতে বুলেট ট্রেন চলাচলের জন্য মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডোরের কাজ চলছে।

এবার জানা গিয়েছে, এবার দেশের অন্যতম তিনটি প্রধান শহর নয়াদিল্লি, চেন্নাই এবং কলকাতাতে বুলেট ট্রেন সংযোগ স্থাপন করা হবে। যার ফলে দেশে নতুন হাই-স্পিড নেটওয়ার্ক তৈরি হবে। ইতিমধ্যে এই প্রসঙ্গে রেল বিকাশ নিগম লিমিটেডের ডিরেক্টর অফ অপারেশনস রাজেশ প্রসাদ বিস্তারিত তথ্য উপস্থাপিত করেন।

নয়াদিল্লি থেকে কলকাতা, নয়াদিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে চেন্নাই এবং নয়াদিল্লি থেকে অমৃতসর ভায়া চন্ডীগড় পর্যন্ত এই করিডোরের সম্ভাবনা রয়েছে। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই চারটি দিক নিয়ে গঠিত হাই স্পিড ট্রেনের এই ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল নেটওয়ার্কের ক্ষেত্রে সম্ভাবনা যাচাই করা হয়েছে। পাশাপাশি নয়াদিল্লি-চেন্নাই এবং মুম্বাই-কলকাতাকে এক্ষেত্রে সংযোগ করার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। এই বুলেট ট্রেন প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে শেষ হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।