নির্দেশ অমান্য করায় এবার সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন। সম্প্রতি কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার জানায় রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক বাধ্যতামূলক। কিন্তু এখনও অনেকে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করাননি।
এতদিন পর্যন্ত বহু রেশন কার্ড হোল্ডার বিনামূল্যে খাদ্যদ্রব্য পাচ্ছিলেন সরকারের কাছ থেকে। সাম্প্রতিককালে বিনামূল্যে খাদ্যদ্রব্য পাওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়। কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় চলতি বছরের ৩০ শে জুনের মধ্যে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক সবাইকে করতেই হবে।
কিন্তু সরকারের বেধে দেওয়া সময়ের পরেও যারা রেশন এর সাথে আধার লিঙ্ক করাননি তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সরকারের নিয়ম অনুযায়ী এবার থেকে সেইসব গ্রাহকরা রেশনের খাদ্যদ্রব্য থেকে বঞ্চিত হবেন। দপ্তরকে কালোবাজারিদের হাত থেকে বাঁচাতে সরকার আধার লিঙ্ক বাধ্যতামূলক করে।