আলিপুরদুয়ার জেলা জুড়ে শুক্রবার ভীমরাও আম্বেদকরের জন্ম জয়ন্তী পালন করা হলো।তিনি বাবাসাহেব নামেও পরিচিত ছিলেন।জেলার প্রতিটি ব্লকের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করা হয়। কালচিনি চৌপথি এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও জন্মজয়ন্তী পালন হয়।আলিপুরদুয়ারের শামুকতলা এলাকায় পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের পক্ষ থেকেও এদিন ১৩২তম জন্ম জয়ন্তী উদযাপন করা হলো।এদিন ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের সদস্যরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক ন্যায় মঞ্চের আলিপুরদুয়ার ২নং ব্লক সভাপতি প্রশান্ত বিশ্বাস ও সুনীল কুমার সিংহ সহ অন্যান্যরা।
Related Posts
জলপাইগুড়িতে শহরমূখী জংলী হাতির দল
অতি ভারী বৃষ্টি, শহর মূখী জংলী হাতির দল। পাহাড়ে সমতলে ব্যাপক বৃষ্টি, ফুসছে তিস্তা সহ ডুয়ার্সের অন্যান্য নদী, নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরের কাছাকাছি জংলী হাতির দল। বৃহস্পতিবার রাত থেকে চলছে অবিরাম বৃষ্টি, উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশই জটিল রূপ নিচ্ছে, পাহাড়ে…
কোচবিহারে পঞ্চবটি বন
পঞ্চবটি বন গড়ে তোলার লক্ষ্যে কোচবিহার বিসর্জন ঘাটে বৃক্ষরোপণ শুরু করল কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংস্থার কর্ণধার বিনয় দাস বলেন, ১৮৮৭ খ্রিস্টাব্দে আমাদের প্রিয় কোচবিহার শহরকে প্রথম সুপরিকল্পিত নগর হিসেবে রূপায়িত করেছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ন। তিনি সেই সময় সমস্ত শহরকে…
Parthapratim Roy expressed his concern about not presence of teachers in school
Even though it is 11 am, the teachers are not in the school. Parthapratim Roy, former district president of Cooch Behar District Trinamool Congress and chairman of North Bengal State Transport Corporation, expressed concern when he reached Dham AP School…