গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।ধৃত ওই দুই ব্যক্তির নাম রোশন শংকর ও রাহুল সিং।ধৃতদের মধ্যে রোশন রাম্ভির বাসিন্দা।অন্যদিকে রাহুল কমলা নগরের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার রাতে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আছে,৪২নম্বর ওয়ার্ডের চয়নপাড়া এলাকায় দুই ব্যক্তি গাড়ি করে নিষিদ্ধ কাফ সিরাপ বিক্রি করতে এসেছে।এরপর পুলিশ অভিযান চালিয়ে প্রথমে দুই তরুণকে আটক করে।এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে একটি ব্যাগ উদ্ধার হয়।সেই ব্যাগ থেকে নিষিদ্ধ কাপ।সিরাপ উদ্ধার হয়।কোথা থেকে তারা ওই নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে এসেছিল,তার তদন্ত করছে পুলিশ।ধৃতদের বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।
Related Posts
সঠিক বিছানার চাদরেই হবে অনিদ্রার অবসান
অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর ভাবছেন তাড়াতাড়ি ডিনার সেরে রাতে ঘুমিয়ে পড়বেন। কিন্তু বালিশে মাথা রাখলেও ঘুম আর আসছে না। ঘড়ির কাঁটা ঘুরতেই থাকে, গাভীর রাত হয় কিন্তু ঘুম আর আসে না। বিশেষজ্ঞরা বলছেন, বিছানার চাদরেই রয়েছে এর সমাধান।…
After the RG Kar Hospital incident, a girl from Siliguri was gang-raped again
When the entire state was in turmoil due to the RG Kar Hospital incident, an allegation of gang rape of a girl in Siliguri surfaced. It is alleged that the incident of gang rape took place on Independence Day, i.e.,…
ছেলেকে সাঁতার শেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি পিতা-পুত্রের
গোবিন্দ নাগকে ভালো সাঁতারু হিসেবে এলাকার মানুষজন চিনত। আর সাঁতার কাটাকে গিয়ে যে এতবড় কাণ্ড ঘটে যাবে তা ভাবতেই পারছেন না পাড়ার লোকজন। রাত এগারোটা নাগাদ গোবিন্দ ও তার ৭ বছরের ছেলের পুকুর থেকে দেহ উদ্ধার হলে চোখের জল ধরে…