কাফ সিরাপ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।ধৃত ওই দুই ব্যক্তির নাম রোশন শংকর ও রাহুল সিং।ধৃতদের মধ্যে রোশন রাম্ভির বাসিন্দা।অন্যদিকে রাহুল কমলা নগরের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার রাতে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আছে,৪২নম্বর ওয়ার্ডের চয়নপাড়া এলাকায় দুই ব্যক্তি গাড়ি করে নিষিদ্ধ কাফ সিরাপ বিক্রি করতে এসেছে।এরপর পুলিশ অভিযান চালিয়ে প্রথমে দুই তরুণকে আটক করে।এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে একটি ব্যাগ উদ্ধার হয়।সেই ব্যাগ থেকে নিষিদ্ধ কাপ।সিরাপ উদ্ধার হয়।কোথা থেকে তারা ওই নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে এসেছিল,তার তদন্ত করছে পুলিশ।ধৃতদের বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।