দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে “ভাদুরী খান” অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী উদয়ন গুহ। রবিবার রাত দশটা নাগাদ দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে রাজবংশী মানুষদের কৃষ্টি সংস্কৃতি কে বাঁচিয়ে রাখতে “ভাদুরী খান” অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা এক পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় বর্মন, চিকিৎসক অজয় মন্ডল, দিনহাটা পঞ্চানন অনুগামী মঞ্চের সভাপতি বিবেকানন্দ রায় সিংহ, সম্পাদক অশোক রায়, মহাদেব বর্মন, সমার্পণ রায় সহ অন্যান্য সদস্যরা। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন শুকারুরকুঠি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসন্ন কুমার বর্মন।
Related Posts
টেট পাশ ঐক্য মঞ্চের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করলেন ও কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি জমা দিলেন ২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা।শুক্রবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিল করে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি জমা…
বির চিলারায়ে মূর্তি স্থাপনের কাজের পরিদর্শনে এলেন পার্থপ্রতিম রায়
অসম থেকে কোচবিহারে ঢোকার মুখেই দেখতে পাওয়া যাবে বীর চিলা রায়ের মূর্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মোতাবেক প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে ২.৫ টন ওজনের ২৪ ফুট লম্বা বীর চিলা রায়ের মূর্তি বসানোর কাজ চলছে কোচবিহার শহরের উপকন্ঠে বাবুরহাট চকচকা…
কালী পুজোর রাত শোকের ছায়া নেমে এলো কর্মকার পরিবারে
কালী পুজোর রাত কাটতে না কাটতেই শোকের ছায়া নেমে এলো কর্মকার পরিবারের মধ্যে।জানাযায় পুজোর রাতে সাইকেলে করে বাড়ি আসার পথে ড্রেনে পড়ে মৃত্যু হল বছর ৩৫ এর এক যুবকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব খাগড়াবাড়ি শিবযজ্ঞর দোলাপাড়া এলাকায়। জানা যায়…