দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে “ভাদুরী খান” অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী উদয়ন গুহ। রবিবার রাত দশটা নাগাদ দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে রাজবংশী মানুষদের কৃষ্টি সংস্কৃতি কে বাঁচিয়ে রাখতে “ভাদুরী খান” অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা এক পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় বর্মন, চিকিৎসক অজয় মন্ডল, দিনহাটা পঞ্চানন অনুগামী মঞ্চের সভাপতি বিবেকানন্দ রায় সিংহ, সম্পাদক অশোক রায়, মহাদেব বর্মন, সমার্পণ রায় সহ অন্যান্য সদস্যরা। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন শুকারুরকুঠি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসন্ন কুমার বর্মন।
Related Posts
বকেয়া টাকার দাবিতে পদযাত্রা মন্ত্রী উদয়ন গুহর
একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আটিয়ালডাঙ্গায় তৃনমূলের পদযাত্রায় মন্ত্রী উদয়ন গুহ। শনিবার সকালে বামনহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া আটিয়ালডাঙ্গায় তৃনমূল কংগ্রেসের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা দুই ব্লকের সভাপতি দীপক…
গল্প ভেল্লিকদম
ভেল্লিকদম প্রশান্ত কুমার রায় স্কুলটির নাম খারিজা বিদ্যাপীঠ। পেছনে বিরাট বাঁশবন, তারপরেই ধল্লা নদী শ্বাসকষ্ট নিয়ে কোনও রকমে জীবন বয়ে চলে; বয়ে নিয়ে যায় এপারের স্পর্শ ওপারে; কাঁটাতার মনে মনে খুব রাগ করে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার থেকে একশ মিটার…
দিনহাটা দিবস পালনের দাবি উঠলো দিনহাটায়
পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগম, সেই সময় দিনহাটা দিবস পালনের দাবি উঠলো দিনহাটায়।কোচবিহার হেরিটেজ সোসাইটি দিনহাটা শাখার তরফ থেকে দিনহাটা দিবস পালনের দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কাছে দাবিপত্র দেওয়া হয়। এই দাবিপত্র প্রদান করার সময়…