বাড়তে থাকা সংক্রমণের সংখ্যার মাঝেই স্বস্তি দিলো বঙ্গের কোভিড গ্রাফ

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আজ আরও অনেকটা নেমে গেল বঙ্গের কোভিড গ্রাফ। আজও রাজ্যে ২০-র নীচে সংক্রমণ, আবারও মৃত্যু শূন্য, এটাই বড় স্বস্তি। এদিকে একদিনে সুস্থ হওয়ার সংখ্যা প্রায় অর্ধশতকে দাঁড়িয়েছে। এখন অবশ্য চিকিৎসক মহল করোনা থেকে ডেঙ্গি নিয়ে বেশি চিন্তিত।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১২ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ২৭৬ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩০ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৪৮ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৪৫৫ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৫ হাজার ৫৪৯ জনের। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ০.২২ শতাংশে।

অন্যদিকে কোভিডের অন্যান্য উপসর্গ মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠছে। ঠিক যেমন ‘কোভিড কাশি’ নিয়ে এখন চিন্তা বাড়ছে সাধারণের। সাধারণভাবে দেখতে গেলে সর্দি-কাশির মূল উপসর্গের সঙ্গে কোভিডের উপসর্গের তেমন কোনও তফাৎ নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যেও সূক্ষ্ম একটা তফাৎ রয়েছে। জানান হয়েছে, সাধারণ কাশি ৬-৭ দিনের মধ্যেই সেরে যায়। কিন্তু কোভিড কাশি দীর্ঘস্থায়ী।