বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে চড়চড় করে বাড়ছে তাপমাত্রা। জুন মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া-সহ বিভিন্ন জায়গায়, তাপপ্রবাহ চলছে।

৭ জুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এখনই বৃষ্টির কোনও পূর্বভাস নেই, ফলে আরও বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সর্বত্রই দুপুরের পর তাপমাত্রার পারদ ছড়াচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যের কোনও প্রান্তেই ছিটেফোঁটা বৃষ্টি হয়নি, বাড়ছে তাপমাত্রা। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। ধীরে ধীরে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আগামী দুই দিনের ঘূর্ণিঝড়ের শক্তি আরও বাড়তে পারে। সম্ভবত তার জেরেই আপাতত বর্ষা প্রবেশে দেরি। ফলে বাংলাতেও মৌসুমি বায়ু অনেক দেরিতে প্রবেশ করতে বলে অনুমান করা হচ্ছে। সাধারণত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ১ জুন কেরলে প্রবেশ করে।